করোনা শনাক্ত রোগী ১৫ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৫:০৭ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৭:০৮ পিএম

করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী। ফাইল ছবি

করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের হিসাবে, একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৫৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ হাজার ৬১৮ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ২৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। 

মৃত ৯৪ জনের মধ্যে নারী ৪২ জন এবং পুরুষ ৪৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯ জন মারা গেছেন। রাজশাহীতে ১২ এবং খুলনায় ১৫ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh