দুবাই ফেরত যাত্রীর ব্যাগে মিললো ২৫২ কার্টন সিগারেট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৫:০৯ পিএম

সিগারেটের কার্টন

সিগারেটের কার্টন

ভোরে আলোতে সুদূর দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে করে দেশে ফিরেছেন চট্টগ্রামের লোহাগাড়ার ছেলে আনিসুল ইসলাম। বিধি মোতাবেক অন্যান্য যাত্রীর মতো আনিসুলের ব্যাগও তল্লাশি করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। তল্লাশিকালে চোখ কপালে ওঠে কর্মকর্তাদের। তার কাছে মেলে ব্যাগের ভেতরে সারি সারি ২৫২ কার্টনে ভরা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট। বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা এসব সিগারেটেরে আনুমানিক বাজারমূল্য সাড়ে সাত লাখ টাকা।

বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘আজ সকাল ৭টা ১০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। বিদেশ ফেরত যাত্রী ও তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করার বিধান রয়েছে। সে মোতাবেক ব্যাগ তল্লাশিকালে ওই ব্যক্তির ব্যাগ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিলসহ বিভিন্ন বিদেশি নামকরা ব্র্যান্ডের দামি সিগারেট পাওয়া যায়। জব্দ করা সিগারেটের মূল্য সাড়ে ৭ লাখ টাকার মত হবে। সিগারেটগুলো বিমানবন্দরের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh