ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:১০ পিএম

ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসছে আজ

ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসছে আজ

যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আজ বুধবার (১ সেপ্টেম্বর) দেশে আসছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সন্ধ্যায় টিকাগুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজার-এর টিকা আসবে। টিকাগুলো সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে। এসময় বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার উপস্থিত থাকবেন।

গত ২৩ আগস্ট দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে। এর অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ টিকা সেপ্টেম্বরের মধ্যে দেশে আসবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদফতর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh