টাকা দিয়ে নেতা হতে চেয়ে রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:১১ এএম

ঘুষ দিতে গিয়ে আটক রোহিঙ্গা

ঘুষ দিতে গিয়ে আটক রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মনোনীত হওয়ার জন্য ঘুষ দিতে গিয়ে আটক হয়েছে এক রোহিঙ্গা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে  তাকে উখিয়ার থাইংখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিস থেকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা মো. শোয়েব (২৭) থাইংখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর ব্লক-বি ৩ ও ১৬৭ নং বস্তিঘরের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে এবং রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য।

মো. শোয়েব  হাকিম পাড়া ক্যাম্প- ১৪ এর সিআইসি মনজুর রহমানের অফিসে ঢুকে হেড মাঝি মনোনীত করার জন্য ৮০ হাজার ঘুষের টাকা নিয়ে তদবির করতে থাকে।

এক পর্যায়ে ক্যাম্প ইনচার্জ( সিআইসি) এপিবিএন পুলিশের মাধ্যমে রোহিঙ্গা সন্ত্রাসীকে আটকের নির্দেশ দেন।

আটকপূর্বক রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন। এসময় তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরে তাকে কক্সবাজারে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন হাকিম পাড়া ক্যাম্প-১৪’র সিআইসি মনজুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh