শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ পিএম

শবনম ফারিয়া ও সিদ্ধার্থ শুক্লা

শবনম ফারিয়া ও সিদ্ধার্থ শুক্লা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগযোগমাধ্যমে এই অভিনেত্রী বেশ সরব। যে কোন ইস্যুতেই ফারিয়া নিজের ফেসবুকে মতামত ব্যক্ত করেন। এবার ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের সিজন ১৩-এর বিজয়ী মডেল সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুকে সিদ্ধার্থকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকদের উদ্দেশে শবনম ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল -

‘সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সবার জীবন অনেক খোলা, সবাই জানি কোন তারকা কী করছে এবং কোথায় যাচ্ছে! মাঝে মাঝে মনে হয়, ওরা আমাদের কাছের কেউ, অনেক চেনা! তেমনি একজন তারকা সিদ্ধার্থ শুক্লা। আমি তার সিরিয়াল দেখিনি, কিন্তু বিগবস দেখে তার ব্যক্তিত্বের ফ্যান হয়ে গিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠে শুনি মাত্র ৪০ বছর বয়সেই কার্ডিয়াক অ্যারেস্টে উনি মারা গেছেন। খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে! মনে হচ্ছে খুব কাছের, প্রিয় কেউ চলে গেছে!’

‘জীবন অনেক ছোট, আমরা শুধু শুধুই অন্যের জীবন নিয়ে আলোচনা-সমালোচনা করে আমাদের নিজেদের সময়টা নষ্ট করি। যাকে ছোট করছি, আসলে সে ছোট হচ্ছে না, আপনার জীবন থেকেই কিছু সময় ছোট হচ্ছে। অন্যের জীবনে কী হচ্ছে, কেন হচ্ছে, না ভেবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। তার সাথে যা হচ্ছে, কাল যে আপনার সাথে হবে না, তার কোনো গ্যারান্টি নেই।’

‘পরকালে যার যার হিসাব সে-ই দেবে, কেউ কারও দায়িত্ব নেবে না। আপনার কি মনে হয়, আপনার একটা বাজে কমেন্ট কারও কিছু চেঞ্জ করতে পারে? কিন্তু বিশ্বাস করেন, একদিন আপনারই এই বাজে কমেন্টের হিসাব দিতে হবে। সবাইকে সব কিছুর হিসাব দিতে হয়। জীবন একটাই, সোশ্যাল মিডিয়ায় অন্যকে বুলিং করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছুতে নেই।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় বিগবসের সিজন ১৩-এর বিজয়ী মডেল সিদ্ধার্থ শুক্লার। ভারতীয় গণমাধ্যম পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে জনপ্রিয় এ তারকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh