ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে চান বাবর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:২২ পিএম

পাকিস্তানি অধিনায়ক বাবর আজম

পাকিস্তানি অধিনায়ক বাবর আজম

ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। হতাশার সেই ইতিহাস এবার বদলে দিতে চান বাবর আজম। চিরপ্রতিদ্বন্দ্বিদের হারিয়েই এবার বিশ্বকাপ অভিযান শুরু করতে চান পাকিস্তান অধিনায়ক।

ওয়ানডে বিশ্বকাপে দুই দলের ৭ বারের লড়াইয়ে ভারত জিতেছে প্রতিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ভারতের সরাসরি জয় ৪টিতে। আরেকটি হয়েছিল টাই। তবে ২০০৭ বিশ্বকাপের সেই টাই ম্যাচেও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। আগামী ২৪ অক্টোবর ম্যাচটি হবে দুবাইয়ে। সেই ম্যাচ নিয়ে বাবর রোমাঞ্চিত এখনই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য পরবর্তী সভাপতি ও সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে বৈঠক শেষে বাবর বললেন, আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটিতে নিজেদের জয় দেখতে পাচ্ছেন তিনি।

তিনি বলেন, ‌‘পাকিস্তানের তুলনায় ভারতই বেশি চাপে থাকবে। কারণ দল হিসেবে তারা অনেক দিন ধরে টি-টোয়েন্টি ম্যাচ না খেলে বিশ্বকাপ খেলতে নামবে। তারা এখন টেস্ট খেলছে, এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ভারতকে হারিয়েই আমরা আসর শুরু করতে চাই।’

ভারত এখন ইংল্যান্ড সফরে খেলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর বিশ্বকাপের দেশ সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলবে তারা।

বাবরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বিশ্বকাপ আমিরাতে হচ্ছে বলেও। কিছুদিন আগে পর্যন্তও এই দেশেই নিজেদের ঘরের সিরিজগুলো আয়োজন করেছে পাকিস্তান। এখানকার সবকিছুই তাদের চেনা।

এ বিষয়ে তিনি বলেন, ‘আরব আমিরাতের ভেন্যুগুলোতে খেলা মানে আমাদের ঘরের মাঠেই খেলার মতো। আমরা চেষ্টা করব মাঠে শতভাগ ঢেলে দিতে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh