আলী আশরাফের স্থলে মোসলেম, পাপুলের পরিবর্তে নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫ পিএম

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন। গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে এই কমিটির সভাপতির পদ খালি হয়েছিল।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সংসদনেতা শেখ হাসিনার পক্ষে সরকার দলীয় প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী তিনটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব আনেন। পরে সংসদ তা গ্রহণ করে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা-১৪ আসনের আগা খান মিন্টু এবং কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন। এই কমিটির সদস্য ছিলেন সংসদ সদস্য পদ হারানো কাজী শহিদ ইসলাম পাপুল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh