এলজিইডি কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭ পিএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা রহমত ভূইয়া রানা। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা রহমত ভূইয়া রানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রহমত ভূইয়া রানা নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মকর্তার ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

রহমত ভূইয়া রানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, রানা চেয়ারে বসে ইয়াবা ট্যাবলেট সেবন করছেন। তার পাশে আরেকজন তাকে সেবন কাজে সহযোগিতা করছেন। তবে চেহারা দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানা প্রথমে ভিডিওটি তার নয় বললেও পরে জানান, শত্রুতা করে মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, রানা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। মাদক সেবনের বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh