আফগানিস্তান পুনর্নির্মাণে চীনের দিকে তাকিয়ে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৪ পিএম

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

তালেবান জানিয়েছে, খাদ্যসংকট আর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে পুনর্নির্মাণ এবং দেশটির সমৃদ্ধ তামার ভাণ্ডারকে কাজে লাগানোর জন্য বেইজিংয়ের দিকে তাকিয়ে আছে তারা।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তারা চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগকে সমর্থন করে। বন্দর, রেলপথ, সড়ক ও শিল্প পার্কের মতো বিশাল এক নেটওয়ার্কের মাধ্যমে যা চীনকে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সাথে যুক্ত করবে।

ইতালি এক দৈনিককে দেয়া সাক্ষাতকারে তালেবানদের মুখপাত্র বলেন, ‘চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের জন্য একটি মৌলিক ও সূবর্ণ সুযোগ এনে দিতে পারে, কারণ তারা আমাদের দেশে বিনিয়োগ ও পুনর্গঠনের জন্য প্রস্তুত।’

জাবিহুল্লাহ মুজাহিদ ওই সাক্ষাতকারে আরও বলেছেন, ‘আফগানিস্তানের সমৃদ্ধ তামার খনি রয়েছে। চীনের কল্যাণে যেগুলো ফের চালু এবং আধুনিকীকরণ করা যেতে পারে। এছাড়া চীনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের পণ্য পৌঁছে দিতে পারবো।’

এদিকে চীন তালেবানদের প্রতি কিছু ইতিবাচক বক্তব্য দিচ্ছে। বেইজিংয়ের আশা, তালেবান দেশে-বিদেশে মধ্যপন্থী ও বিচক্ষণ নীতি অনুসরণ করবে। সব ধরনের সন্ত্রাসী শক্তির মোকাবিলা করবে এবং অন্যান্য দেশের সাথে সম্প্রীতি বজায় রাখবে।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বলেছেন, চীন আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং হস্তক্ষেপ করবে না। আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সরকার কাঠামো প্রয়োজন।’

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর চীন জানিয়েছিল, বেইজিং আফগানিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানায়। চীন আফগানিস্তানের ক্ষেত্রে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ নীতি নেবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জানিয়েছিল, ‘তালেবানরা বারবার চীনের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছে এবং তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণের অপেক্ষায় আছে। আমরাও তাদের এমন ইচ্ছাকে স্বাগত জানাই।’

তালেবানের এক প্রতিনিধিদল জুলাইয়ে চীন সফর করেছিল। ওই সফরে তালেবান নেতারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লির সঙ্গে বৈঠক করেন। সেই সময় ওই বৈঠককে রাজনৈতিক শক্তি হিসেবে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করা হচ্ছিল।


 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh