পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানার শিল্পকলা একাডেমিস্থ এমএম আলী সড়কের হাজি ফয়েজ আহম্মদ মঞ্জিলে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ওই বাসা থেকে আটকে রাখা ৫ তরুণীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইব্রাহিম খলিল (২৫), ইসমাইল হোসেন হৃদয় (১৮), নয়ন ধর (২৪), নিখিল চন্দ্র (৩৫) ও রাজিয়া (২৫)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দীর্ঘদিন ধরে হাজি ফয়েজ আহম্মদ মঞ্জিলে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের আটকিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে আসছিল।

অভিযান চালিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে আটকে রাখা ৫ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh