যশোরে পরিবহন শ্রমিককে পুড়িয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের শার্শায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক পরিবহন শ্রমিককে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত মনিরুল ইসলাম যশোরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে হঠাৎ পাশের বাড়ির চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির ভেতরে আগুন জ্বলছে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে থাকেন। এক পর্যায় দেখা যায়, একটি মোটরসাইকেলে আগুন লেগেছে এবং সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে। পরে থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। 

এলাকাবাসী আরো জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচতলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার বাসিন্দা ও এনজিওকর্মী সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। এলাবাসীর ধারণা, সাইদুর রহমানের স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।

শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক, ভাড়াটিয়ার স্ত্রীসহ চারজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh