ভাসানচর থেকে সাঁতারে পালানোর চেষ্টা, রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬ পিএম

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর থেকে সাঁতার কেটে পালানোর সময় সন্দ্বীপের বাংলাবাজার ঘাট থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সন্দ্বীপ কোস্টগার্ড ভাসানচর কোস্টগার্ডের কাছে ওই রোহিঙ্গা কিশোরকে হস্তান্তর করে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক রেদোয়ান (১৫) ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের কে ৭-৮ নম্বর কক্ষের আবুল ফয়েজের ছেলে।

ভাসানচর ক্যাম্প-ইন-চার্জ অনিক চৌধুরী বলেন, রেদোয়ান ভাসানচরের ৩ নম্বর খাল দিয়ে সাঁতার কেটে নদী পার হয়ে সন্দ্বীপের বাংলাবাজার ঘাটে ওঠেন। সেখান থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালং যেতে চেয়েছিলেন। এ সময় সন্দ্বীপ কোস্টগার্ড তাকে আটক করে। পরে তাকে ভাসানচর কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, গতকাল রেদোয়ানের মা-বাবা তার নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের মৌখিকভাবে অবহিত করেছিল। নাবালক হওয়ায় আজ সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh