শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে কাজ চায় ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পিএম

শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে কোনোভাবেই তাদের সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্লকের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগান জনগণকে সমর্থন করার উদ্দেশে, আমাদের তালেবান সরকারের সঙ্গে কাজ করতে হবে। তবে তার মানে এই নয় যে, গোষ্ঠীটিকে স্বীকৃতি দেয়া।

ইইউ পররাষ্ট্র নীতির প্রধান বলেন, তালেবানের সঙ্গে কাজের পরিধি বাড়বে কি-না, সেটা তাদের সরকারের আচরণের ওপর নির্ভর করবে। যেমন অন্যদেশে সন্ত্রাসবাদ ছড়ানোর মূল ভিত্তি আফগানিস্তান নয়। পাশাপাশি তারা আইনের শাসন এবং মিডিয়া দ্বারা মানবাধিকারকে সম্মান জানাবে।

একই সঙ্গে আফগানিস্তানকে অন্তর্ভুক্তিমূলক ও সব দলের সমন্বয়ে সরকার গঠন করতে হবে। 

মানবাধিক সহায়তা ঢোকার অনুমতি দিতে হবে এবং বিদেশি নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের দেশ ছাড়ার সুযোগ দিতে হবে। যোগ করেন জোসেপ বোরেল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh