নিউইয়র্কে শুরু হয়েছে ‘বাংলাদেশ কনভেনশন’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ কনভেনশন’। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) এর  উদ্বোধন হয়েছে।

এর আগে গত সোমবার সন্ধ্যায় সম্মেলনের নানা প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। 

এতে সদস্য-সচিব আলমগীর খান জানান, ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়’ স্লোগানে অনুষ্ঠেয় এ কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার নিউইয়র্কের চারপাশে প্রবাহিত ইস্ট রিভারে স্কাইলাইন প্রিন্সেসে নৌ-বিহার। আর শনি ও রোববার রয়েছে সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য-জলসা, মেগা কনসার্ট হবে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে।

এসময় উপস্থিত ছিলেন এই আয়োজনের এর আহ্বায়ক চৌধুরী এস হাসান এমডি, চেয়ারম্যান মোহাম্মদ আজাদ, কাব্য-জলসা কমিটির চেয়ারম্যান ইশতিয়াক রুপু ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান শিবলী সাদিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh