পাঁচ পরিবর্তন নিয়ে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫১ পিএম

বাংলাদেশ দলের চার প্রবাসী ফুটবলার

বাংলাদেশ দলের চার প্রবাসী ফুটবলার

চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচে চারটি পরিবর্তন এসেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রাত সাড়ে আটটায় স্বাগতিক কিরগিজস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। আগের ম্যাচে বাংলাদেশ ফিলিস্তিনের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল।

বাংলাদেশ দলে আগের ম্যাচে অভিষেক হয়েছিল কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খানের। ৮৪ মিনিটে তাকে মাঠে নামিয়েছিলেন কোচ জেমি। আজ দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশেই রেখেছেন তাকে। আজকের ম্যাচের মূল আকর্ষণ রাহবার। তিনি কেমন খেলেন এ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এই ম্যাচে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে সুযোগ দিয়েছেন কোচ জেমি। রক্ষণে অভিজ্ঞ রেজার পরিবর্তে রিয়াদুল হাসান রাফিকে একাদশে নিয়েছেন। রাফি আগের ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন। সোহেল রানা ও সাদ উদ্দিনের পরিবর্তে আক্রমণভাগে দুই পরিবর্তন মাহবুবুর রহমান সুফিল ও রাহবার ওয়াহেদ। দুই জনই আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন।

আগের ম্যাচে পাঁচটি পরিবর্তন করেছিলেন জেমি। এই সিরিজে সর্বোচ্চ ছয়টি পরিবর্তনের সুযোগ রয়েছে। আজকের ম্যাচেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা হয়েছে। বাংলাদেশ দলের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ :

আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান,বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, রাহবার ওয়াহেদ,মতিন মিয়া , রাকিব হোসেন ও মাহবুবুর রহমান সুফিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh