এফবিআই মোস্ট ওয়ান্টেড এখন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩ পিএম

সিরাজুদ্দিন হাক্কানী

সিরাজুদ্দিন হাক্কানী

আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিরাজুদ্দিন হাক্কানীর। তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ। 

নতুন সরকারের প্রধান করা হয়েছে, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। এছাড়া নতুন সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার। 

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh