কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পিএম

ইয়াবাসহ চারজনকে আটক

ইয়াবাসহ চারজনকে আটক

কক্সবাজারের মরিচ্যায় বিজিবির যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই লাখের বেশি ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩০-বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত জওয়ানরা একটি ইজিবাইক তল্লাশি করে যাত্রী সিট এবং ব্যাটারি বক্সের মধ্যে বিশেষভাবে লুকানো ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। 

যার মধ্যে ৬৫ হাজার ইয়াবাসহ টেকনাফের নয়াবাজার কাঁচার পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে ইজিবাইক চালক শাহাবুদ্দিনকে আটক করা হয়।

অপরদিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে চালকের সিটের পিছন থেকে শপিং ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলার ফুলের ডেইল এলাকার মৃত ওমর মিয়ার ছেলে মাইক্রোবাসসহ চালক মো. আব্দুল করিমকে (৩২) আটক করা হয়।

রামু ব্যাটালিয়ন ৩০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম ফারুক জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা ধৃতরাসহ পৃথক ৪টি অভিযান করে ২ লাখ ৫হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চারজন মাদক পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবা, ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোবাইলসহ নিয়মিত মামলার মাধ্যমে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh