সুমন রেজার জোড়া গোলেও জিততে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০০ পিএম

বল পায়ে দারুণ খেলেন ফরোয়ার্ড সুমন রেজা

বল পায়ে দারুণ খেলেন ফরোয়ার্ড সুমন রেজা

মাসুক মিয়া জনির ইনজুরিতে শেষ মুহূর্তে ডাক পান উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। সেই সুমন রেজা আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে জোড়া গোল করেন। তার জোড়া গোল সত্ত্বেও বাংলাদেশের ৩-২ গোলে হেরেছে।

অলিম্পিক দলের বিপক্ষে বাংলাদেশ স্বাভাবিক ও গতিময় ফুটবল খেলেছে। ম্যাচের ১১ মিনিটে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। কিরগিজদের ভুলে বক্সের সামনে বল পান সুমন। বলের নিয়ন্ত্রণ নিয়ে কিছুটা এগিয়ে জোরালো শটে গোল করেন। 

বাংলাদেশ সেই লিড বেশিক্ষণ রাখতে পারেনি। ১৩ মিনিট পর ম্যাচে সমতা আনেন জনবেক। চার মিনিট পর আবার গোল করে স্বাগতিকরা। দুই গোলে পিছিয়ে বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষকের মধ্যে সমন্বয়হীনতা ছিল।

বিরতির পর ৫৮ মিনিটে আলীগুভের গোলে কিরগিজস্তান আরও লিড নেয়। ৬ মিনিট পর সুমন আরেকটি গোল করলে ম্যাচে ফেরে বাংলাদেশ। বাকি সময় সুমন নিজের হ্যাটট্রিক ও ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হন। 

ফলে বাংলাদেশকে কিরগিজস্তান থেকে পয়েন্ট শূন্য হাতে ফিরতে হচ্ছে। এই বছর মার্চে নেপালে ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh