নেইমারের রেকর্ডের দিনে অজেয় ব্রাজিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ এএম

নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। নিজে গোল করার পাশাপাশি অপরটিতে সহায়তা করে ম্যাচে জয়ের নায়ক নেইমার। আর বিশ্বকাপ বাছাইপর্বে সেলেসাওদের হয়ে ১২ গোল করে এ পর্বে সর্বোচ্চ গোলদাতা এখন পিএসজির ফরোয়ার্ড।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে বেশ কয়েকজন তারকা ফুটবলার ছাড়াই খেলতে নামে ব্রাজিল।

ঘরের মাঠে দুর্দান্ত থাকা সেলেসাওরা ১৪তম মিনিটে এভেরতন রিবেইরোর গোলে এগিয়ে যায়। পেরুরু ডিফেন্ডার সান্তামারিয়া থেকে বল কেড়ে নিয়ে রিবেইরোকে পাস দেন নেইমার। সুযোগ পেয়ে প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ভুল করেননি ফ্লামেঙ্গো ফরোয়ার্ড।

একের পর এক আক্রমণ তৈরি করতে থাকা ব্রাজিলের স্কোরলাইন দ্বিগুণ করেন নেইমার। ৪০তম মিনিটে রিবেইরোর দুর্দান্ত এক শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি শটে পেরুর গোলপোস্টে বল জড়ান সাবেক এ বার্সা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া পেরু কয়েকটি আক্রমণ করলেও সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। অপরদিকে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে বলিভিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh