অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে গ্রেফতার ৪

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:৫১ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চারজনকে আটক করেছে বর্ডার বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরের দিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

আসামিরা হলেন- নড়াইলের কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজুর স্ত্রী ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও মেয়ে আছিয়া (৮)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আসামিদের আটক করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh