শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা দুটোই জরুরি

কে এম ছালেহ আহমদ বিন জাহেরী

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি চলছে- এটি অবশ্যই স্বস্তির বিষয়। 

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণায় বাড়ানো ছুটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। খুলে দেয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ। 

আমরা আশা করব, কর্তৃপক্ষ সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। বিশেষ করে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী টিকা নেননি, তাদের টিকার আওতায় আনতে হবে। একইভাবে নিশ্চিত করতে হবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব। এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নজর না রেখে উপায় নেই।


কে এম ছালেহ আহমদ বিন জাহেরী
নাঙ্গলকোট, কুমিল্লা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh