রাজধানীতে স্কুলশিক্ষার্থী নিহত: প্রাইভেটকারচালক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৭ পিএম

প্রাইভেটকারের ধাক্কায় নিহত শান্ত

প্রাইভেটকারের ধাক্কায় নিহত শান্ত

রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রাইভেটকারচালক মো. শাকিলকে (২৬) আটক করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রাইভেটকারচালক শাকিলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক।

তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে প্রাইভেটকারচালক শাহীনকে আটক করা হয়েছে। গতকাল রাতে গাড়িটি জব্দ করা হয়েছিল। থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলা সম্পন্ন হলে তাকে গ্রেফতার দেখানো হবে।

গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের ওই স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা রাতেই দুই ঘণ্টার বেশি সময় ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকারচালকের গ্রেফতার দাবিতে রাস্তা অবরোধ করে রাখে।

রাতেই ওসি শাহান হক জানিয়েছিলেন, রাত ৯টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। প্রাথমিকভাবে জানা যায়, সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ছাত্র ছিলো।

রাতে শিক্ষার্থীরা ইসিবি চত্বর অবরোধ করলে ওই সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাইভেটকারচালককে গ্রেফতারের আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার পর অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh