বঙ্গবন্ধুর কন্যা ভুল করেন না: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে ভুলের খাতায় নাম লেখিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে পারে নাই, ক্ষমতা কুলোয়নি, আর ক্ষমতায় কুলোবে না। বঙ্গবন্ধুর কন্যা গণভবনে থাকেন, তিনি বঙ্গবন্ধুর মতো ৩২ নাম্বারে থাকেন না। বঙ্গবন্ধু ভুল করেছেন, বঙ্গবন্ধুর কন্যা কিন্তু ভুল করেন না।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ গফুরের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh