রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬ পিএম

আটককৃত  রোহিঙ্গা

আটককৃত রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ হাজার ৬ শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে  ১৪ এপিবিএন সদস্যরা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি হলেন ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলি আহাম্মদের ছেলে সৈয়দ আলম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

তিনি জানান, গোপন সংবাদে জানা গেছে এক রোহিঙ্গা শরণার্থীর বসতঘরে মাদক (ইয়াবা) রয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সহকারী পুলিশ সুপার একেএম এমরানুল হক মারুফের (সরকারী ক্যাম্প কমান্ডার) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বসতঘরের একটি কালো পলিথিনের মধ্যে ধুসর কাগজে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবাসহ উখিয়া থানায় পাঠানো হয়েছে।  আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh