যে কারণে বাতিল হলো ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৮ পিএম

বিরাট কোহলি ও জো রুট

বিরাট কোহলি ও জো রুট

বাতিল হয়েছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যানচেস্টার টেস্ট। সারাদিন জল্পনা কল্পনার পর শুক্রবার ৫ম টেস্ট শুরুর ঠিক আগে তা বাতিলের সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের জুনিয়র ফিজিও যোগেশ পারমার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই ম্যানচেস্টার টেস্ট মাঠে গড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

শুক্রবার টেস্ট ম্যাচটি শুরুর আগে বৃহস্পতিবার রাতে ভারতীয় ক্রিকেটারদের করোনা টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় ম্যানচেস্টার টেস্ট মাঠে গড়া নিয়ে দুশ্চিন্তা কেটে যায়।

কিন্তু অনেক চেষ্টা করেও ভারতীয় ক্রিকেটারদের ম্যানচেস্টার টেস্টে খেলাতে রাজি করাতে পারেনি ইংল্যান্ড। শুক্রবার ম্যানচেস্টার টেস্ট শুরুর কিছু সময় আগে জানা যায় টেস্ট ম্যাচটি হচ্ছে না।

ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যচটি বাতিল হওয়ায় ২০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হবে ইসিবির।

সেই ক্ষতি এড়াতে ভারতীয় ক্রিকেট দলকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে ইসিবি। কিন্তু তাতেও রাজি হয়নি ভারত।

ইংল্যান্ডের ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত, শেষ টেস্টে ম্যানচেস্টারে হেরে যাওয়ার আশঙ্কায় খেলতে রাজি হচ্ছে না।

তবে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে একটি মিটিং করেন। সেখানে অধিকাংশ ক্রিকেটারই না খেলার পক্ষে মত দেন। কারণ দেড় সপ্তাহ পর আইপিএল। এরপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন অবস্থায় কোনো ক্রিকেটারই নিজেদের ঝুঁকির মধ্যে ফেলতে চাননা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh