স্মার্ট চশমা আনল শাওমি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬ এএম

ছবি- সংগ্রহীত

ছবি- সংগ্রহীত

প্রথমবারের মতো স্মার্ট চশমা নিয়ে এসেছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। প্রথম দেখায় সাধারণ চশমা মনে হলেও অত্যাধুনিক সব প্রযুক্তি রয়েছে চশমাটিতে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে শাওমি।

প্রতিষ্ঠানটি বলছে, এই চশমার মাধ্যমে কল করা, দেখা, নেভিগেটিংয়ের পাশাপাশি ছবিও তোলা যাবে। স্মার্ট চশমাটির লেন্সে অপটিক্যাল ওয়েভগাইড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা পরিষ্কার দেখতে পারবেন।

উন্নত মাইক্রোএলইডি অপটিক্যাল ওয়েভগাইড প্রযুক্তির এই চশমা ব্যবহারকারীর চোখের সামনে একটি ডিসপ্লে রাখে, যা ছবি প্রদর্শন করে।

এমনকি রেস্টুরেন্টের মেন্যুও আপনার জন্য অনুবাদ করে দেবে শাওমির স্মার্ট চশমাটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh