পুঠিয়ায় বীজ ও সার বিতরণ

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৫ পিএম

সার ও বীজ বিতরণ

সার ও বীজ বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ্ পিএএর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। 

এ সময় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উচ্চ ফলনশীল নাবী পাট বীজ উৎপাদন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই আবাদ বৃদ্ধির লক্ষে ৫৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh