রবির কর্পোরেট সেবা গ্রহণ করলো এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৭ পিএম

রবি আজিয়াটা

রবি আজিয়াটা

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেড সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে। 

চুক্তির আওতায় এনার্জিপ্যাক ম্যানেজমেন্ট রবি আজিয়াটা লিমিডের কর্পোরেট সংযোগ উপভোগ করতে পারবেন। 

এছাড়া বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিংগস), এন্টারপ্রাইজ বিজনেস সলিউশন এবং ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে এনার্জিপ্যাককে স্বয়ংক্রিয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে রবি।

রাজধানীর এনার্জিপ্যাকের কার্যালয়ে সম্প্রতি রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের সিইও মো. নুরুল আকতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির কর্পোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসান, এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ শাহরিয়ার আনোয়ার, ডিজিএম মোহাম্মদ শফিউল কাসেম, মার্কেটিং লিড আহমেদ মাশরুর হুদাসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh