করোনাভাইরাস : সিডনিতে কারফিউ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:২৪ পিএম

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিডনিতে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ছবি : এএফপি

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিডনিতে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ছবি : এএফপি

অষ্ট্রেলিয়ার সিডনিতে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি স্থিতিশীল ও টিকা দেয়ার গতি বাড়ায় আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) কারফিউ প্রত্যাহার করে নেয়া হয়।

সিডনি করোনার হটস্পট হয়ে উঠায় গত তিন মাস ধরে সিডনিতে কঠোর লকডাউন চলে এবং এ কারণে জীবনযাত্রা বলতে গেলে অচল হয়ে পড়ে।

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় রাজ্য কর্তৃপক্ষ বিধিনিষেধও শিথিল করবে বলে ঘোষণা দিয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, ভাইরাসের তীব্র সংক্রমিত এলাকাগুলোতে জারি থাকা কারফিউ বুধবার থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর ফলে সিডনিবাসী দীর্ঘদিনের লকডাউনের অবসান হতে শুরু হয়েছে বলে মনে করছে। গত কয়েকদিন ধরে আমরা সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল দেখতে পাচ্ছি।

এ সময়ে তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে ও ঘরে থাকার আদেশ মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আমরা চাই না পরিস্থিতি আবার খারাপের দিকে যাক।   

গ্লেডিস আরো বলেন, নগরীর ৭০ শতাংশ বাসিন্দা টিকার পুরো ডোজ গ্রহণ করার পর অনেক নিষেধাজ্ঞাই তুলে নেয়া হবে। এজন্যে অক্টোবরের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি আভাস দেন।

জনবহুল সিডনির ৮০ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছে। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh