শরীয়তপুরে প্রধান শিক্ষক হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ পিএম

প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

শরীয়তপুরের পালং থানার চিকন্দী আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চান মিয়া খান, নুরুজ্জামান খান, জাহাঙ্গীর মাদবর ও জুলহাস মাদবর।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল হালিম মোল্লা, ফারুক খান, আজিজুর মাদবর, জলিল মাদবর, আজাহার মাদবর, লাল মিয়া মীর, মিজান মীর, এমদাদ মাদবর ও আকতার গাজী।

এদিকে আরো ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- আজিবর বালি, খোকন বেপারী, সোহরাব মোল্লা, আজাহার মোল্লা ও আব্দুল খন্দকার।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১০ সালে আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার সন্তোষপুরের বাসিন্দা ও চিকন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০১৬ সালের ২০ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ বিভিন্ন সময়ে ১৪ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh