সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৬ পিএম

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বুধবারে (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিস চত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এর সাতক্ষীরার সভাপতি মো. আব্দুর রশিদ, আহবায়ক কামরুল আখতার, সদস্য সচিব এম এম এ জায়েদ বিন গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, আসাদুজ্জামান খান, তুসার রায় চৌধুরী, আমিনুল হক, মাসুদ রানা, মদিনা জাহান, চম্পা, শিউলি প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনবিসি- ২০২০ এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা উপধারা সংশোধন করতে হবে। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা - ২০১৮ সংশোধন করে গেজেট প্রকাশ করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরীর প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে। 

এছাড়া উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নতিকরণের দাবি করেন তারা। প্রধানমন্ত্রী অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করায় শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতী উদ্যোগ বলে মন্তব্য করেন বক্তারা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh