চট্টগ্রামে এটিএম বুথ লুটের চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭ পিএম

এটিএম বুথ লুটের চেষ্টায়  গ্রেফতারকৃতরা

এটিএম বুথ লুটের চেষ্টায় গ্রেফতারকৃতরা

কোতোয়ালীর ফিরিঙ্গিবাজারে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ লুটের চেষ্টায় তিনজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. অনোয়ার হোসেন ওরফে বাবু (৩২),  মো. জহির আলম (৩৪) ও আদনান (৩৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ফিরিঙ্গীবাজারে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথে টাকা তোলার কথা বলে নিরাপত্তাকর্মীকে দরজা খুলে দিতে বলে। দরজা খুলে না দেয়ায় তারা একপর্যায়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে নিরাপত্তাকর্মীকে হুমকি দেয়া শুরু করে। ভেতর থেকে ওই নিরাপত্তাকর্মী থানায় ফোন করলে টহল পুলিশের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। মোটরসাইকেল নিয়ে তারা নতুনব্রিজের দিকে পালাতে থাকে। মেরিনড্রাইভ সড়কে গিয়ে তারা চাক্তাই চামড়া গুদামের দিকে মোড় নেয়। পুলিশ ধাওয়া দিকে তাদের সেখান থেকেই গ্রেফতার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামুদ্দীন সাম্প্রতিক দেশকালকে বলেন, গ্রেফতার তিনজনের টার্গেট ছিলো ওই এটিএমবুথে ঢুকে টাকা লুট করা। কিন্তু নিরাপত্তাকর্মীর কারণে তা সম্ভব হয়নি। রাতে তারা বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা লুটের চেষ্টা করে। তিনজনই পেশাদার ছিনতাইকারী। 

এদের মধ্যে আনোয়ারের বিরুদ্ধে ঢাকায় অস্ত্র আইনে একটি ও আনোয়ারায় মাদক মামলাসহ মোট ৩টি মামলা আছে। জহিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh