তিন মাস পরপর জিডিপির তথ্য দেবে বিবিএস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৪ পিএম

তিন মাস পরপর জিডিপির তথ্য দেবে বিবিএস

তিন মাস পরপর জিডিপির তথ্য দেবে বিবিএস

এখন থেকে বছরে চারবার অর্থাৎ তিন মাস পরপর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বৃহস্পতিবার এ বিষয়ে এক কর্মশালার আয়োজন করে বিবিএস। এতে এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘আমাদের পাশ্ববর্তী দেশগুলো তিন মাস পর পর জিডিপির তথ্য দিয়ে থাকে। কাজটি দেরিতে হলেও আমরা করতে যাচ্ছি। আমরা তিন মাস পর পর প্রবৃদ্ধির তথ্য পেলে জরুরি পদক্ষেপগুলো নিতে পারবো। অর্থনীতিকে বোঝা, জানা, নীতি গ্রহণ এবং পদক্ষেপ নিতে ত্রৈমাসিক প্রবৃদ্ধির তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তিন মাস পর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য দিতে সরকার প্রধানের কাছ থেকে অনুমোদন নেয়া হয়েছে। তিন মাস পর পর আমরা প্রবৃদ্ধির তথ্য দেবো। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে। তিন মাস পর প্রবৃদ্ধির তথ্য পেলে আর্থিক স্বাস্থ্যের তথ্যও জানতে পারবো।

সাধারণ বছর শেষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য দিয়ে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

তবে এ পরিকল্পনা বাস্তবায়ন হলে এখন থেকে তিন মাস পর পরই জিডিপি প্রবৃদ্ধির তথ্য পাওয়া যাবে। পাশাপাশি জেলা, আঞ্চলিক জিডিপির হিসেবও দেবে বিবিএস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh