আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন পেলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৬ পিএম

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পেলে

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পেলে

স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে পেলের শরীরে টিউমার ধরা পড়ে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। অস্ত্রোপচার করে টিউমার অপসারণের পর থেকে আইসিইউতে ছিলেন ব্রাজিল কিংবদন্তি। 

সবশেষ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আইসিইউ থেকে ছাড়পত্র পেয়ে প্রথম ছবি পোস্ট করলেন তিনবারের বিশ্বকাপ জয়ী।

কদিন আগে পেলের মেয়ে কেলি নাসসিমেন্তো জানান, দুই একদিনের মধ্যে আইসিইউ থেকে ছেড়ে দেয়া হবে তার বাবাকে। তাকে রেগুলার রুমে নেয়া হয়। তারপরই পেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মজা করে বলেন, তিনি ৯০ মিনিট ও অতিরিক্ত সময় খেলতে প্রস্তুত।

ইনস্টাগ্রাম পেজে সংক্ষিপ্ত বার্তায় ৮০ বছর বয়সী লিখেছেন, ‘আমার বন্ধুরা, এই বার্তা আপনাদের সবার জন্য। এক মিনিটের জন্যও মনে করবেন না যে আমি আপনাদের পাঠানো হাজার হাজার ভালোবাসার বার্তাগুলো পড়িনি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, যারা ইতিবাচক শক্তি পাঠাতে দিনের একটি মিনিট ব্যয় করেছেন।

ভালোবাসা, ভালোবাসা ও ভালোবাসা! আমি এরই মধ্যে আইসিইউ ছেড়েছি এবং আমি এখন আমার রুমে। আমি প্রত্যেক দিন সুস্থ হয়ে উঠছি, ৯০ মিনিট এমনকি অতিরিক্ত সময়েও খেলতে প্রস্তুত আমি। আমরা শিগগিরই আবার একসঙ্গে হব।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh