ঘরোয়া ফুটবলে থাকছে না তৃতীয় বিভাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

তৃতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ

তৃতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ

ঘরোয়া ফুটবল কাঠামোতে পরিবর্তন এনেছে বাফুফে। দেশের ফুটবলের সর্বনিম্ন দ্বিতীয় স্তর তৃতীয় বিভাগ ফুটবল লিগ আর থাকছে না আগামী মৌসুম থেকে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 

সভা শেষে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি বলেন, ‘প্রথম থেকে তৃতীয় বিভাগ লিগের মধ্যে এখন শুধু দুইটি লিগ হবে; প্রথম এবং দ্বিতীয় বিভাগ। তৃতীয় বিভাগ লিগ আর থাকছে না।’ 

কয়েক দিন আগেই তৃতীয় বিভাগ লিগ সম্পন্ন হলো। তৃতীয় বিভাগের পাঁঁচটি দল দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাকি দলগুলোর অবস্থান কি হবে এই প্রসঙ্গে বলেন, ‘আমরা কাউকে বাদ দেব না। সবার সামর্থ্য এবং যোগ্যতা বিচার করে দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ পাবে।’ 

তৃতীয় বিভাগ না থাকায় পাইওনিয়ার থেকে এখন সরাসরি দ্বিতীয় বিভাগে দল উঠবে। কয় দল উঠবে দ্বিতীয় বিভাগে, দ্বিতীয় বিভাগে এত দল নিয়ে কিভাবে খেলা হবে, দ্বিতীয় বিভাগ থেকে কয় দল নামবে এই বিষয়গুলো এখনো ঠিক হয়নি। মহানগরী ফুটবল লিগ কমিটি এই বিষয়গুলো পর্যালোচনা করবে। 

মহানগরী ফুটবল কমিটির চেয়ারম্যান বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানের এই ব্যাপারে বক্তব্য বা মতামত পাওয়া যায়নি। তার পরিকল্পনা ছিল প্রথম-তৃতীয় বিভাগ লিগগুলো বয়স ভিত্তিক আকারে করা। তৃতীয় বিভাগ লিগ একেবারে বিলুপ্ত করার ক্ষেত্রে মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। 

দেশের ফুটবলের একটি স্তর বিলুপ্ত করছে বাফুফে নির্বাহী কমিটি। এই বিষয়টি আগামী বাফুফে কংগ্রেসে উঠবে। কংগ্রেস অনুমোদন দিলে এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। ৩০ অক্টোবর বাফুফে কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবরের আগেই ফিফার সাথে আলোচনা করে গঠনতন্ত্র সংশোধনের খসড়া দাঁড় করাবে বাফুফে। 

কংগ্রেস সম্পর্কে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘গঠনতন্ত্রের ব্যাপারে এই মাসের মধ্যে আমরা আপনাদের একটা অবস্থান ব্যক্ত করতে পারব। আমরা নিয়মিত কংগ্রেস (বার্ষিক সাধারণ সভা) করতে চাই। এর ধারাবাহিকতায় ৩০ অক্টোবর কংগ্রেসের দিনক্ষণ ঠিক হয়েছে। আনুষ্ঠানিক অনেক বিষয় আলোচনা ছাড়াও আমাদের ফুটবলের স্টেকহোল্ডাররা মতামত দেবেন।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh