ফিফার র‌্যাংকিংয়ে একধাপ পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৪ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা

সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়ে জামাল ভূঁইয়ার দলের অবস্থান ১৮৯।

কিরগিজস্থানে চার দলের সিরিজের সবগুলো ম্যাচ হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। আগস্ট মাসের ১৮৮ থেকে পিছিয়ে ১৮৯-এ আছে জেমি ডের দল।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটা তৃতীয় সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ ১৯৭ ও ২০১৮ সালে ১৯২ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার হালনাগাদ করা তালিকায় বাংলাদেশের সংগ্রহে আছে ৯০৭ রেটিং পয়েন্ট। ২০২১ সালের মার্চে ১৮৪ নম্বরে ছিল বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলে কোনো পরিবর্তন আসেনি। একে আছে বেলজিয়াম, দুইয়ে ব্রাজিল।

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে সরিয়ে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। চারে আছে ফ্রান্স। ইউরো চ্যাম্পিয়ন ইতালি আছে পাঁচ নম্বরে।

লিওনেল মেসির আর্জেন্টিনা আছে ছয়ে। কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের পরই আছে ক্রিস্টিয়ানো রোনালডোর পর্তুগাল।

আট নম্বরে আছে স্পেন। নয়ে মেক্সিকো ও দশ নম্বরে ডেনমার্ক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh