সাংবাদিকদের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি প্রসঙ্গে যা বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:২২ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

১১ সাংবাদিকের ব্যাংক হিসাব চেয়ে দুদক এর চিঠির দেওয়ার কোনো কারণ খুঁজে পান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় এ নিয়ে সাংবাদিকদের কোনো উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) একাংশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরতে গণমাধ্যম বিরাট ভূমিকা রাখছে। তবে সরকারের সাফল্যকে আড়াল করার জন্য আরেকটি গ্রুপ নেতিবাচক ভূমিকা রাখছে।

সিনিয়র  সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সহ ডিইউজের কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh