প্রথম দিনে শেষে ‘এ’ দলের সংগ্রহ ২৬০ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

-দল ও এইচপির মধ্যেকার ম্যাচের প্রথম দিনের একটি মুহূর্ত।

-দল ও এইচপির মধ্যেকার ম্যাচের প্রথম দিনের একটি মুহূর্ত।

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিন ভালো অবস্থানে আছে বাংলাদেশ এ-দল। নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপূণ্যে দিনশেষে পাঁচ উইকেটে ২৬০ রান সংগ্রহ করেছে তারা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে টস জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দলকে টস জিতে ব্যাট করতে পাঠায় এইচপি দল।

শুরুতে সাফল্য পায় এইচপি। দলীয় ২৪ রানে সাইফ হাসানকে আউট করেন সুমন খান। সাইফের ব্যাট থেকে আসে ১৫।

এরপরই এ-দলের পক্ষে আসে দিনের সবচেয়ে বড় জুটি। দ্বিতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

নিজের ফিফটি তুলে নেন দুই ব্যাটসম্যানই। বড় জুটি ভাঙেন হাসান মুরাদ। তার বলে ৫৮ রান করে ফেরেন সাদমান।

অন্যপ্রান্তে সেঞ্চুরির কাছে পৌঁছে যান শান্ত। তবে ৯৬ রানে তাকে আউট করে সেঞ্চুরিবঞ্চিত করেন মাহমুদুল হাসান।

এরপর বেশিক্ষণ টেকেননি এ-দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নয় রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

শেষ সেশনে আরও আউট হন ইয়াসির আলি। রেজাউর রহমানের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২১।

দিনশেষে ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত ছিলেন।

নভেম্বরে টেস্ট সিরিজ শুরুর আগে, টেস্ট স্পেশালিস্টদের প্রস্তুতির অংশ হিসেবে খেলা হচ্ছে এই সিরিজ।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল খেলছেন না ম্যাচে। পারিবারিক কারণে মুমিনুল এই ম্যাচে নেই।

আর জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী মিরাজ ম্যাচ খেলছেন না করোনা আক্রান্ত হওয়ায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh