নারী মন্ত্রণালয়ে নারীদের প্রবেশে বাধা দিচ্ছে তালেবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার।

তালেবানের এক প্রতিনিধির বরাতে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে ৪ নারীকে প্রবেশে বাধা দেওয়া হয়। শুধু পুরুষরা প্রবেশ করতে পারেন। তালেবানের এমন পদক্ষেপে মন্ত্রণালয়ের কাছে প্রতিবাদ করার চেষ্টা করেন নারীরা।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর নারীদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেয় তালেবান গোষ্ঠীটি। কিন্তু দিন যতই গড়াচ্ছে নারীদের বিষয়ে কঠোর অবস্থানে দেখা যাচ্ছে তালেবান সরকারকে।

গত ৭ সেপ্টেম্বর তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও তাতে নারীদের কোনো পদে রাখা হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh