শুরু হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা’। ১৯ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে ৯ দিনের এই টুর্নামেন্ট।

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

টুর্নামেন্টের বিস্তারিত জানাতে শুক্রবার বেলা সাড়ে ৩টায় বনানীর হোটেল শেরাটনে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন। এতে উপস্থিত থাকবেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ ড. চৌধুরী নাফিজ সরাফাত এবং দাবা ফেডারেশনের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে বাংলাদেশসহ ১১টি দেশের দাবাড়ুরা অংশ নেবেন। বিদেশি ২৮ জনসহ বাংলাদেশের ৪০ দাবাড়ুর অংশ নেয়ার কথা রয়েছে এই আসরে।

তাদের মধ্যে গ্র্যান্ডমাস্টার রয়েছেন বেশ কয়েকজন।

২৭ সেপ্টেম্বর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বিজয়ীদের।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh