একদিনে পৌনে ৫ লাখ টিকা দেয়া শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত একদিনে টিকা নিয়েছেন আরও চার লাখ ৬৯ হাজার ৯০৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৯১ হাজার ৬৮৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭৮ হাজার ২২২ জন।

প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৪৭৮জন ও নারী এক লাখ ৪২ হাজার ২০৭ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ৬৬৪ জনএবং নারী ৮২হাজার ৫৫৮জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৬২ লাখ ৪২ হাজার ৪১৫ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ১৮ লাখ ৫১ হাজার ৪৫৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা এক কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৫৭ জন।

দেশে এ পর্যন্ত টিকা নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ২০ লাখ ৬০ হাজার ৩৭৯ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৭৩৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৭৪ হাজার ৬৪৯ জন নিবন্ধন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh