ইরানের দেয়া ৪০ ট্রাক তেল লেবাননে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ পিএম

তেলের বহর

তেলের বহর

লেবাননের জ্বালানি সংকট নিরসনে ইরান থেকে তেল নিয়ে যাচ্ছে দেশটির শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রথম চালানে সরাসরি কোনো লেবানিজ বন্দরে ভিড়েনি তেলবাহী জাহাজ। জ্বালানি তেলের চালানগুলো প্রথমে যাচ্ছে সিরিয়ায়, সেখান থেকে ট্রাকের মাধ্যমে লেবাননে পৌঁছাচ্ছে তেল।

হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন, প্রথম চালানে কয়েক ট্রাক তেল সিরিয়া থেকে লেবাননে পৌঁছেছে। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি ঘাটতি দূর করার জন্যই এ ব্যবস্থা।

বৃহস্পতিবার দুই কূটনৈতিক প্রথম চালানে ৪০টি ট্রাক তেল নিয়ে লেবাননে পৌঁছান বলে হিবজুল্লাহর আল মানার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জানানো হয়।

চলতি সপ্তাহে প্রথমবার ইরানের চারটি তেলবাহী ট্যাংকার সিরিয়ার বন্দরে পৌঁছায়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চারটি ট্যাংকারে ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল যাচ্ছে লেবানন, যেটি পরিবহন করতে ৭৭২টি ট্রাক লাগবে।

২০১৯ সাল থেকে লেবাননে জ্বালানি তেলের চরম সংকট তৈরি হয়। বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবাও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh