প্রয়াত অভিনেতা নাসিরের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯ পিএম

নাসির খান

নাসির খান

নাসির খান একজন বাংলাদেশী অভিনেতা। খলনায়কের চরিত্রে অভিনয় করতেন তিনি। আশির দশকে পর্দায় আগমন করেন তিনি। নব্বই দশক মাতিয়েছেন দোর্দণ্ড প্রতাপ নিয়ে। নাসির পাঁচশতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আমৃত্যু একজন জাঁদরেল অভিনেতা হিসেবে কাজ করে গেছেন সিনেমার অভিনয়শিল্পী হিসেবে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রয়াত এই অভিনেতার জন্মদিন।

নাসির ১৯৫৯ সালের ১৭ সেপ্টেম্বর বরিশালের অন্তর্গত বর্তমানে পিরোজপুরের মঠবাড়িয়ার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন জগন্নাথ কলেজে, হিসাববিজ্ঞানে এম কম। জগন্নাথ কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কলেজে থাকাকালীন অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। যাতায়াত শুরু করেন মঞ্চে। সেখান থেকেই সিনেমায় নাম লেখান।

তার অভিনীত প্রথম ছবি ‘চোর’ মুক্তি পায় ১৯৮৫ সালে। দিনে দিনে নিজেকে খল চরিত্রে জনপ্রিয় করে তোলেন তিনি। সাবলীল অভিনয় দিয়ে দারুণ কিছু চরিত্র নিয়ে দর্শকের হৃদয়ে আজও অমলিন নাসিরের স্মৃতি।

এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি, রাজিব, আহমেদ শরীফ, সাদেক বাচ্চুদের মতো ডাকসাইটে খলনায়কদের ভিড়েও নিজেকে আলোচনায় আনতে পেরেছিলেন নাসির।

ক্যারিয়ারজুড়ে উপহার দিয়েছেন- বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, দেন মোহর, মায়ের অধিকার, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার, দুনিয়ার বাদশা, গরিবের রাণী, রাক্ষস, মাস্তান, নিষ্ঠুর, স্ত্রী হত্যা, মিথ্যা অহংকার, হাঙর নদী গ্রেনেড, ভালোবাসার ঘর, যোদ্ধা, পালাবি কোথায়, বেনাম বাদশা, বেঈমানী, শঙ্খমালা, সন্ত্রাসী মুন্না, আলিফ লায়লা, সিদ্ধান্ত, জামাই শ্বশুর, লাল দরিয়া ইত্যাদি সিনেমা।

দর্শকের তো বটেই, নাসির ছিলেন চলচ্চিত্র শিল্পীদেরও প্রিয় একজন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বাধিক ভোটে নির্বাচিত সদস্যও ছিলেন দীর্ঘদিন।

২০০৭ সালের ১২ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান নাসির।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh