দৃষ্টি এবং তীর

দ্বীপ সরকার

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ০৩:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তীর ছুঁড়লেই তাকে বলা যায়না তীরন্দাজ
মাঝে মধ্যে দিক ভুল হয়-

তারচে’ আমার দিকে একটিবার 
চোখ নিক্ষেপ করে দ্যাখো
ঝ’রে পড়ছি তোমাতে,
তোমার দিকে ক্রমশঃ টলে যাচ্ছি ঢলে যাচ্ছি

তীর কেবলই বধকরণ ক্রিয়াকে বলা যায়
অথচ কারো কারো দৃষ্টি গহীন থেকে টানে আর টানে


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh