অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার করছিলেন তারা

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৮ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

নাটোরে ৩২ কজি গাঁজাসহ অ্যাম্বুলেন্সের চালক, হেলপার ও এক যাত্রীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল। পরে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদর ভিত্তিতে নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আসামিদের আটক করে র‌্যাব।

আসামিরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে অ্যাম্বুলেন্স চালক মো. রানা, হেলপার একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে শাহ আলম এবং যাত্রী পরিচয়দানকারী দুলাল মিয়ার ছেলে আল আমিন।

র‍্যাবের দাবি, নাটোর হয়ে রাজশাহী যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে থাকা ৩২ কেজি গাঁজাসহ আসামিদের আটক করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন, চারটি সিম ও তিন হাজার  টাকা জব্দ করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh