বাড়ির উঠানে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৯ এএম

প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ। ছবি : কুষ্টিয়া প্রতিনিধি

প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ। ছবি : কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টার দিকে সদর উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজু দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এলাকাবাসী জানায়, দীর্ঘ কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রতিদিনের মতো রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে তার বাড়ি প্রতিপক্ষের লোকজন ঘেরাও করে। পরে রাজুকে তার ঘর থেকে বের করে আনে। পরে বাড়ির উঠানেই তার বুকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। এ সময় পরিবরের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh