কক্সবাজারে ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ পিএম

ট্রলারে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। ছবি : কক্সবাজার প্রতিনিধি

ট্রলারে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। ছবি : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী একটি ট্রলার জব্দ করে র‌্যাব।

আটকরা হলেন- রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার র‍্যাব-১৫’র উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ট্রলারটি ধাওয়া করে আটক করা। এরপর সেই ট্রলারে তল্লাশি চালিয়ে পাওয়া যায় সাড়ে চার লাখ ইয়াবা।

বিষয়টি নিশ্চিত করে স্কোয়াড্রন লিডার তানভীর বলেন, গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‍্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে। সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh