অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১১

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ পিএম

মহেশপুর সীমান্ত থেকে আটককৃতরা

মহেশপুর সীমান্ত থেকে আটককৃতরা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাদের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে আটক করা হয়।

৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশি ১১ জন নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন- টুঙ্গপিাড়া থানার পাথরঘাটা গ্রামের রণজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া থানার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাঙ্গিরচড় গ্রামের মো. বাবুলের স্ত্রী রুমা (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর থানার জলন্তী গ্রামের মো. শরাফত আলীর ছেলে মো. শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর থানার ফংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে শ্রী মিন্টু রায় চৌধুরী (৩২) একই জেলার আশাশুনি থানার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা থানার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মো. শুকুর আলী (৩০), মো. শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মো. জোনায়েদ হোসেন (৫)।

তিনি আরো জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh