অভিজাত এলাকায় পানি অপচয়

মাহমুদা আক্তার টুকুমনি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পানি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। পৃথিবীর সমস্ত সভ্যতা, নগর গড়ে উঠেছে পানিকে কেন্দ্র করে। পৃথিবীর শতভাগ পানির মধ্যে মাত্র আড়াই শতাংশ হলো মিষ্টি পানি। বর্তমানে বিশ্বে সুপেয় পানির সংকট ক্রমশ বেড়েই চলেছে। 

ধারণা করা হচ্ছে, পানির এই সংকট সমাধানে ব্যর্থ হলে একুশ শতকে তৃতীয় বিশ্বযুদ্ধটি হবে সুপেয় পানির জন্য। নদীমাতৃক দেশ বাংলাদেশও সে সংকট থেকে মুক্ত নয়। ঢাকা ওয়াসার পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও আশেপাশের এলাকায় পানির চাহিদা প্রতিদিন ২২০ কোটি লিটার; কিন্তু উত্পাদন হচ্ছে ৩০-৩৫ কোটি লিটার কম। 

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, দৈনিক উত্তোলিত পানির মধ্যে ৫৭ কোটি লিটার পানি অর্থাত্ ২৫ শতাংশ পানিই ওয়াসার গাফিলতি, কারিগরি ক্রুটি, অযথা ও অতিরিক্ত পানি ব্যবহার, ট্রাংক ভরে যাওয়ার পরেও মোটর বন্ধ না করা, অকারণে কল খুলে রাখাসহ অন্যান্য কারণে অপচয় হচ্ছে। 

সূত্রমতে, প্রতিদিন পানি অপচয়ের মূল্য প্রায় ৪২ কোটি টাকা। হিসেব করলে বছরে দাঁড়ায় ১৫২ কোটি ৭০ লাখ টাকা। 

পানির অতিরিক্ত অপচয় বিশেষ করে ঢাকার অভিজাত এলাকাতেই বেশি। বিশুদ্ধ এবং নিরাপদ পানি যখন বৈশ্বিক সমস্যায় পরিণত হচ্ছে, তখন আমাদের পানি অপচয় রোধ নিয়ে আরো সচেতন হওয়া প্রয়োজন। ঢাকার অভিজাত এলাকায় পানি অপচয় রোধ হোক।


মাহমুদা আক্তার টুকুমনি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh