হাওরে উড়াল সেতু হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৭ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, হাওরে উড়াল সেতু হবে, রেললাইন হবে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হবে। যেখানে যা প্রয়োজন সব হবে। 

তিনি বলেন, মানুষের উপকার হয় এমন সব কাজ করবে সরকার। কাজেই ভয় নেই এই সরকার আপনাদের পাশে আছে। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এখন আর কারো কাছে মাথানত করব না। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। দেশের উন্নয়নে যা দরকার সব হবে। 

ছাত্রলীগের উদ্দেশ্য পরিকল্পনামন্ত্রী বলেন, তোমরা আদর্শ ঠিক রেখে চলবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবা। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু তাদের প্রতিহত করতে হবে।

সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাতী লীগের সভাপতি মুস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেন প্রমুখ৷

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh